Nabadhara
ঢাকাসোমবার , ১৭ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

Bayzid Saad
মে ১৭, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতী থানার ৬ নং খাশিয়াল ইউনিয়নের পেঁচিডুমুরীয়া গ্রামে আধিপত্য বিস্তার ও জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে মোল্যা ও শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন্য আহত এবং ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

১৬মে (রবিবার) সাড়ে ১১ টার দিকে উভয় পক্ষ ওই গ্রামের মাঠে সংঘর্ষে লিপ্ত হয়। আহতরা হলেন ওই গ্রামের ইঞ্জাল মোল্যার ছেলে রব্বিল মোল্যা (৩৫), দলিল উদ্দিন মোল্যার ছেলে মশিয়ার (৪০), ফুরকান শেখের ছেলে মহিদ শেখ (৪০), রকিব শেখ (৩৮) ও হাবিব শেখ (২৮), গিরু মিয়ার ছেলে বিপুল (৪০) ও মৃত মালা শেখের ছেলে হান্নাত শেখ (৬০), মৃত নজিম শেখের ছেলে মিটু শেখ (৪৫), ইসলাম শেখ (৪০), রবি শেখ (৩০) রইচ শেখ (২৭)সহ অজ্ঞাত দু’জন। আহতদের কালিয়া স্বাস্থকমপ্লেক্স ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে রব্বিল শেখ, হাবিব শেখ ও হান্নান শেখসহ ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়া তাদেরকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ওই গ্রামের মোল্যা ও শেখ গ্রুপের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন অজুহাতে দ্বন্দ্ব লেগেই থাকে। তারই জেরে উভয় পক্ষ এ সংঘর্ষে লিপ্ত হয়।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে নবধারা কে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।