Nabadhara
ঢাকাসোমবার , ১৭ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ!

Bayzid Saad
মে ১৭, ২০২১ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলা নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে দুর্বৃত্তের দেওয়া বিষে মোঃ মাহমুদ শেখ (৬৩) নামে এক কৃষি খামারির পুকুরের মাছ মরে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৬ মে) রাতের আঁধারে কে বা কারা এ বিষ প্রয়োগ করেছে বলে ধারণ করা হচ্ছে। এতে প্রায় ১৫ হাজার টাকার মাছ মরে গেছে বলে দাবি করেন ভুক্তভোগী মাহামুদ শেখ। তিনি ওই গ্রামের মৃত আলিম উদ্দিন শেখের ছেলে।

এ ব্যাপারে ভুক্তভোগী মাহমুদ নড়াগাতি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগের ভিত্তিতে নড়াগাতি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাহমুদ শেখ জানান, আমি সরকারি প্রশিক্ষণ নিয়ে নিজ জায়গা জমিতে মাছ, মুরগী ও গরু লালন পালন করে থাকি।

আমি সরকারি নিবন্ধনকৃত মধুমতি মৎস সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন রত। এই নিয়ে কিছুদিন যাবৎ আমার বাড়ির পাশের কিছু লোকজন আমাকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে বিভিন্ন সময়ে আমার ক্ষতি করার চেষ্টা করে আসছে। সবশেষ আজ (সোমবার) সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। আমি মনে হয় বিষ প্রয়োগে পুকুরের মাছ মেরে ফেলা হয়েছে।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোখসানা খাতুন নবধারা কে জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।