Nabadhara
ঢাকাবুধবার , ২৬ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধার

 সনত চক্র বর্ত্তী ফরিদপুর
জুন ২৬, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী ফরিদপুর :

জেলায় ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত এক মহিলার মস্তক বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার(২৬ জুন) দুপুর ১২ টায় উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের ভুট্টা ক্ষেত থেকে এই উদ্ধার কাজ চালান।

 

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি। এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুকুরহাটি গ্রামের বিলের মধ্যে ভুট্টা ভুট্টা ক্ষেত ও কাশবনের বনের ভিতর অর্ধগলিত মহিলার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

 

তাৎক্ষণিক খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহান শাহ  ও অফিসার ইনচার্জ মামুন আল রশিদ  ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত করেন।

 

এ ঘটনায় মামুন আল-রশিদ জানান, মহিলাটির মাথা আলাদা পাওয়া গেছে। সম্ভবত মধ্যবয়সী মহিলা হতে পারে। প্রাথমিক ধারণা মতে ৪ থেকে ৫ দিন আগে অন্য এলাকা থেকে হত্যা করে সম্ভবত এই বিলে ফেলে যায় দুর্বৃত্তরা। আমরা পরিচয় জানার চেষ্টা করছি। লাশকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।