মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর থানার পৌরসভার ভওয়াখালী এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাজু আহম্মেদ (২২) নামে এক গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশের একটি চৌকষ দল।
১৮ মে (মঙ্গলবার) বিকেলে ৪ শত গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।আটকটকৃত রাজু চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার কাশিপুর গ্রামের আরশেদ মন্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন বিকেলে এস,আই, দেবব্রত চিন্তাপাত্র ও এএসআই সেলিম মুন্সীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পৌরসভার ভওয়াখালী এলাকায় অভিযান চালিয়ে রাজুকে ৪ শত গ্রাম গাঁজা সহ হাতে নাতে আটক করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের এসআই দেবব্রত চিন্তাপাত্র বলেন, আটকটকৃত রাজুকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                        
                        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                