মুকসুদপুর প্রতিনিধি:
করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জের মুকসুদপুরে মাস্ক না পরায় বিভিন্ন জনের নমুনা সংগগ্রহ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ মে) উপজেলা প্রশাসন ও মুকসুদপুর স্বাস্থ্য বিভাগ উপজেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব নমুনা সংগ্রহ করেন। মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করার সময় ভ্রাম্যমাণ আদালত নমুনা সংগ্রহ করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রহমান।