Nabadhara
ঢাকাবুধবার , ৩ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মসজিদের সামনে জলাবদ্ধতায় মুসল্লিদের যাতায়াতে চরম দুর্ভোগ

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারী সদর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত গো-হাট মসজিদের সামনেজলাবদ্ধতার কারণে যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন শত শত মুসল্লিদের নামাজ আদায় করতে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। এ বিষয়ে দ্রæত পানি নিস্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মুসল্লিরা।

গো-হাট মসজিদের সহকারী ইমাম মো. মোরছালিন জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণে মসজিদের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামনের পুকুর তলিয়ে মসজিদের যাতায়াতের রাস্তায় পানি জমে গেছে। এতে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা বিপাকে পড়েছেন। অনেককে থানার পাশের রাস্তা ঘুরে আসতে হচ্ছে সমজিদে। বিষয়টি দ্রæত সমাধানের দাবি জানান তিনি।

এ বিষয়ে মসজিদ সংলগ্ন সার-কীটনাশক ব্যবসায়ী মো. ফেরদাউস শেখ, মো. রবিউল ইসলাম খানসহ অনেকে জানান, প্রতিদিন এখানে কয়েক শ’ মুসল্লি ৫ ওয়াক্ত নামজ আদায় করতে আসেন। গত কয়েক দিন এখানে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় নামাজিদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে।এছাড়া থানার পিছনে রাস্থাটি তলিয়ে জলাবদ্ধতায় জনবহুল চিতলমারী বাজারের ব্যাবসায়ী সহ সাধারন মানুষের চলাচলে চরম দুর্ভোগপোহাতে হচ্ছে।বিষয়টি দ্রæত সমাধানের দাবি জানান মুসল্লিরাসহ বাজারের ব্যাবসায়ী ও সাধারন ভুক্তভোগীরা।

এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আসমত হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পানি নিস্কাশনের ব্যবস্থা নেবেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।