কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল এর পরিচিতি সভা অনুষ্ঠিত। কচুয়া উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের বদলী জনিত কারনে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে পদন্নতি পেয়ে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে বদলী হন। অপর দিকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান ও উপজেলার বিভিন্ন কর্মকর্তার সংগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারীর সঞ্চালনে অনুষ্ঠিত বিদায় সবংর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া থানা অফিসার ইন চার্য মো: মনিরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: লাভলী খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুত রঞ্জন সাহা, উপজেলা প্রকৌশলী মো:আনিসুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মঞ্জুরুল আলম, আবাসিক মেডিক্যাল অফিসার মনি শংকর পাইক,শিক্ষা কর্মকর্তা মো: সেলিম তালুকদার, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস,প্রানী সম্পাদ কর্মকর্তা দেবেন্দ্র নাথ সরকার,প্রকল্প বাস্ত বায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, তথ্য কর্মকর্তা বিজয়া লোপা সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানগন।