স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধিঃ
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্বরূপকাঠি প্রেসক্লাব। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে সড়কে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক প্রশিক্ষক সেলিম আকন,যুগান্তর প্রতিনিধি মো. কাওসার তালুকদার,ইত্তেফাক প্রতিনিধি হালিমুর রহমান শাহিন,কালের কন্ঠ প্রতিনিধি হযরত আলী হিরু নিউজ টুডে পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক দেশের কন্ঠ পত্রিকার স্বরূপকাঠি প্রতিনিধি মো. আসাদুজ্জামান, ৭১ টিভি (বাংলা) তুহীন আহম্মেদ, প্রমুখ।
বক্তরা অনতিবিলম্বে রোজিনা ইসলামকে হেনস্তা কারিদের বিচার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।