নবধারা ডেস্কঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই বন্ধু মাহিম বেপারী (২০) ও সীমান্তর (১৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ মশদগাঁও গ্রামের সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী, টিপু খন্দকারের ছেলে সীমান্ত ও সালাউদ্দিন মাদবরের ছেলে একান্ত একসাথে গোসল করতে যায় পদ্মা নদীর বাঘের বাড়ি এলাকায়।
প্রবল স্রোতে তিনজন ভেসে গেলে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা একান্তকে উদ্ধার করতে পারলেও মাহিম ও সীমান্তকে উদ্ধার করতে পারেনি। পরে বেজগাঁও মৃধা বাড়ি এলাকা থেকে মাহিম ও সীমান্তের লাশ উদ্ধার করা হয়। একান্তকে আশংকাজনক অবস্থায় লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একসাথে দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনার সত্যতা স্বীকার করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.