Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পুকুরে গোসল করতে নেমে দশম শ্রেনির ছাত্রীর মৃ*ত্যু

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ১৭, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে নিশিতা ইয়াসমিন শান্ত (১৫) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার গোবরা গ্রামে এ ঘটনা ঘটে। শান্তা উপজেলার শেখহাটি গ্রামের ইনামুল হকের মেয়ে।

তার মা কুলসুম বেগম গ্রামীণ ব্যাংকে চাকরির সুবাদে তারা গোবরায় ভাঁড়া বাড়িতে বসবাস করে। নিশিতা ইয়াসমিন শান্তা গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী। নিহতের স্বজনরা জানায়, বুধবার দুপুরে মামাতো বোন জুই ও শান্তা নিজেদের বাসার পাশে পুকুরে গোসল করতে যায়। কিন্তু দু’জনের কেউই সাঁতার জানতো না। গোসলের এক পর্যায়ে তারা দু’জনে কিনার থেকে দূরে গভীর পানিতে চলে গেলে আর কিনারে ফিরতে না পেরে তলিয়ে যায়।

এ অবস্থায় কিছুক্ষণ অতিবাহিত হবার পর তাদের স্বজনরা টের পেয়ে দু’জনকে পুকুর থেকে দ্রুত উদ্ধার করে নিজেরা সেবা দিলে জুই প্রাণে বেঁচে গেলেও শান্তার জ্ঞান না ফেরায় তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। নড়াইল আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা শান্তার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।