Nabadhara
ঢাকাবুধবার , ১৯ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে আঠারোবেকী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন,দুজনকে ২০ হাজার টাকা জরিমানা

Bayzid Saad
মে ১৯, ২০২১ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে  আঠারোবেকীনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক নান্নু শেখ ও আকিজ বিড়ি কনস্ট্রাকশনের সাইড ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক অনিন্দ্য মন্ডল এ অর্থদন্ড দেন। ড্রেজার মালিক নান্নু শেখ নগরকান্দি গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও ভ্রাম্যমান আদালতের বিচারক অনিন্দ মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাংনী ইউনিয়নের চরকান্দি এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে আঠারোবেকী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা ড্রেজার মেশিন ও ড্রেজার মালিক নান্নু শেখকে আটক করা হয়। তাঁর কাছে জিজ্ঞাস করলে তিনি বলেন আমাদের এলাকায় আকিজ বিড়ি ফেক্টরীর নতুন একটি কারখানা হচ্ছে সেখানে বালু ভরাট করছি। এসময় আকিজ বিড়ি কনস্ট্রাকশনের সাইড ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে ঘটনা স্থলে হাজির করা হয় এবং তিনি শিকার করেন তাদের প্রতিষ্ঠানে অবৈধভাবে বালু ভরাটের কথা।

এজন্য ড্রেজার মালিক নান্নু শেখ ও আকিজ বিড়ি কনস্ট্রাকশনের সাইড ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন যারা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।