শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের সদর উপজেলার বড়গাতি গ্রামের কৃষক হাকিম মোল্যা (৪০) নিখোঁজের দুইদিন পর চিত্রানদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হাকিম মোল্যা বড়গাতি গ্রামের আইয়ুব মোল্যার ছেলে। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে চিত্রানদীর রঘুনাথপুর ঘাট এলাকায় তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
নিহতের ছোট ভাই আকিজ মোল্যা জানান, বুধবার (৭ আগষ্ট) রাত সাড়ে ৭টার দিকে বড়গাতি বাজারে হাকিম মোল্যা চা খেতে যায়। সেখানে কিছু লোক চলমান আন্দোলনের ব্যাপারে তাকে হুমকি দেয়। এরপর বাজারে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনা শুনে সেখানে সেনা টহল গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত ১০টার পর থেকে হাকিম মোল্যাকে আর খোঁজ পাওয়া যায়নি।
এরপর বৃহস্পতিবারও তার কোন খোঁজ না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে শুক্রবার দুপুরে চিত্রা নদীতে তার মরদেহ ভেসে উঠে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, আমরা শুনেছি চিত্রা নদীতে এক কৃষকের মরদেহ ভেসে উঠেছে।