Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি; কারণ দর্শাতে মন্ত্রানালয়ের নোটিশ

Bayzid Saad
মে ২০, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

তৌহিদুল ইসলাম জিসান, নাজিরপুরঃ

পিরোজপুরের নাজিরপুরে ৮ নং শ্রীরামকাঠী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উত্তম কুমার মৈত্রের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাত এবং পরিষদের সদস্যদেরকে অন্তর্ভুক্ত না কারার অভিযোগে সেই বিতর্কিত ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্রের বিরুদ্ধে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ মানুষের মোবাইলে মোবাইলে ফেসবুকে সয়লাব।

জানা যায়, পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে ১০ কার্যদিবসের মধ্যে উক্ত চিঠির জবাব প্রেরণ করার নিশ্চিত করনের জন্য নির্দেশ প্রদান করেছেন।

গত ২৫/০৬/২০১৯ ইং তারিখে চেয়ারম্যান উত্তম কুমার মৈত্রের অনিয়ম ও দুর্নীতির কারণে এবং পরিষদের ইউপি সদস্যদের কোন কাজে অন্তর্ভুক্ত না করার শর্তে পরিষদের ১২ জন ইউপি সদস্যের মধ্যে ১১ জন সদস্য অনাস্থা প্রস্তাবের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগ করায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন বলে চিঠিতে উল্লেখ আছে।

এ ব্যাপারে শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্রের মোবাইল নাম্বারে কয়েকবার ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।