Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ার ৫ টি প্রেসক্লাবই রোজিনা প্রশ্নে নীরব, কর্মসূচি নেই কারো

Bayzid Saad
মে ২০, ২০২১ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্কঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫ টি প্রেসক্লাবে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করলেও সাম্প্রতিককালে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ছিল না তাদের কোনো কর্মসূচির ঘোষণা।

দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের কর্মসূচি পালন করতে দেখা গেলেও টুঙ্গিপাড়ায় এ নিয়ে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায় নাই। টুঙ্গিপাড়ায় ২০১১ সালে একটি প্রেস ক্লাব গঠিত হলেও বর্তমানে টুঙ্গিপাড়া প্রেসক্লাব, টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব, প্রেসক্লাব টুঙ্গিপাড়া, টুঙ্গিপাড়া রিপোর্টার্স ক্লাব এবং সর্বশেষ টুঙ্গিপাড়া থানা প্রেসক্লাব নামে ৫ টি প্রেসক্লাব রয়েছে।

গওহরডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়ায় ৫ টি প্রেসক্লাবে থাকলেও তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে পারেননি বরঞ্চ এসব প্রেসক্লাবের কোন কোন সদস্য চাঁদাবাজির মত অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন।

গিমাডাঙ্গা গ্রামের মিজানুর রহমান বলেন, টুঙ্গিপাড়ায় কিছু কিছু মানুষ তাদের নিজের অবস্থান তৈরি করতে প্রেসক্লাব খুলে বসেছে। তাদের মধ্যেও কেউ শুধুমাত্র নামসর্বস্ব সাংবাদিক। নিউজের পেছনে এদেরকে ছুটতে দেখা যায় না।

টুঙ্গিপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ এমামুল হক সত্যতা স্বীকার করে বলেন, আসলে ব্যাক্তিগত কাজ নিয়ে ব্যস্ততা থাকায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। কর্মসূচি পালন করা উচিত ছিল আমাদের।

টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমরান শেখ বলেন, টুঙ্গিপাড়ায় তো অবশ্যই পালন করা উচিত ছিল। সিনিয়রদের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের কর্মসূচি তে আমরা উপস্থিত ছিলাম।

টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আমরা কর্মসূচি পালন করতে পারি নাই। সবাইকে ফোন দিলে কেউ আসে না, গুরুত্ব দেয় না। কি আর করবো।

প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সভাপতি বি এম গোলাম কাদের বলেন, আমরা এ কর্মসূচি পালন করতে পারি নি বিষয়টি দুঃখজনক। তবে ভবিষ্যতে এ নিয়ে ভাবনার সময় এসেছে।

নবধারা/এমএইচ ০০৭/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।