Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে দুর্বৃত্তের দেওয়া আগুনে ভূমিহীনের বসতঘর ছাই

MEHADI HASAN
মে ২১, ২০২১ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে খাস জমিতে বসবাসকারী অসহায় ভূমিহীন এক পরিবারের বসতঘরসহ সর্বস্ব দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ভষ্ম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগতরাত ২টা হতে ৩টার মধ্যে উপজেলার গাংনী সরকার পাড়া মহা-শ্মশান সংলগ্ন আঠারোবাকি নদীর পাড়ের জনৈক খাজা মোল্লার বসত ঘরসহ সর্বস্ব পুড়ে ভষ্ম হওয়ার এ ঘটনা ঘটে।

এঘটনায় শুক্রবার সকালে মোল্লাহাট থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এছাড়া অসহায় পরিবারটিকে সম্ভবপর সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল।
ক্ষতিগ্রস্থ খাজা মোল্লা (৩০) ও তার স্ত্রী রত্না (২৫) জানায়, ঘটনার রাতে শ্মশানে জনৈক নারীকে দাহ করা হচ্ছিলো। দাহ করার গন্ধ এড়াতে ঘরের দরজা বন্ধ করে দুটি শিশু সন্তানসহ নিকটেই আত্মিয়ের বাড়িতে যান তারা। রাত প্রায় ২টার দিকে শেষ হয় ওই নারীকে পোড়ানোর কার্যক্রম। এরপর অনুমান ৩টার দিকে তাদের চোখে পড়ে ঘরে আগুন জলছে দাউ দাউ করে। তখন পানি দিয়ে নেভানোর ব্যার্থ চেস্টা করা হয়। ততক্ষণে গোলপাতার ঘরসহ ঘরের মধ্যে থাকা সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। নিজেদের পরনে যা ছিলো তা ছাড়া সব কিছু ছাই হয়ে গেছে। ওই পরিবারটি আরো জানায়, ওই খাস জমি দখল করায় তাদের সর্বস্ব পুড়িয়েছে দুর্বৃত্তরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।