Nabadhara
ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১, আহত-৯

MEHADI HASAN
মে ২২, ২০২১ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত রবিউল মোল্লা (২৫) মারা গেছেন। শনিবার সকাল ৬ টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রবিউল মোল্লা উপজেলার ভান্ডারখোলা গ্রামের রতু মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার আটজুড়ি ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামের রতু মোল্লা গং’র সাথে ইরাজ মোল্লা গং’র জমি সংক্রান্ত বিরোধ চলছে। উক্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার বিকালে দু’পক্ষের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ মিলে অন্তত ৯ জন আহত হয়। আহতদেরকে মোল্লাহাট ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মাঝে রতু মোল্লার ছেলে রবিউল মোল্লার চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টায় মৃত্যু হয়। মৃত্যুর এ খবরে এলাকায় আবার উত্তেজনা সৃস্টি হয়। এঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম কবীর জানান, ভান্ডারখোলা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে রবিউল মোল্লা চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেলে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ আছেন এবং পরিস্থিতি এখন সম্পূর্ন নিয়ন্ত্রনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।