Nabadhara
ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে আগুনে পুড়ে নিঃস্ব পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান

MEHADI HASAN
মে ২২, ২০২১ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে খাস জমিতে বসবাসকারী অসহায় ভূমিহীন এক পরিবারের বসতঘরসহ সর্বস্ব দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ভষ্ম হওয়া নিঃস্ব পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী এক মাসের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

শনিবার বিকাল ৩টার দিকে গাংনী সরকার পাড়া শ্মশান সংলগ্ন আঠারোবাকি নদীর পাড়ের ক্ষতিগ্রস্থ পরিবারটির কাছে গিয়ে তাদেরকে এ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারটিকে প্রয়োজনে সম্ভবপর আরো সহযোগিতার আশ্বাস দেন তারা।

আগুনে পুড়ে নিঃস্ব দম্পতি খাজা মোল্লা (৩০) ও রত্না (২৫) জানায়, এমন দুঃসময়ে উপজেলা প্রশাসনের দেয়া এ সহায়তা পেয়ে তারা নতুন করে বাচার স্বপ্ন দেখছেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মিয়া পারভেজ আলম ও সমাজসেবক চাঁন মিয়া প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।