নবধারা প্রতিনিধি :
গোপালগঞ্জে কাশিয়ানীতে এমএ খালেক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম হেলাল হত্যার বিচার ও দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।নিহতের পরিবারের সদস্যরা ও মাজরা গ্রামবাসী এ কর্মসূচী পালন করে।
আজ রবিবার (২৩ মে) সকাল ১০টায় মাজরা বাজারে সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় দোষীদের ফাঁসির দাবীতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করে মানব বন্ধনকারীরা। এসময় নিহত হেলালের মা ও স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়েন।
মানববন্ধন চলাকালে মহেশপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নিহতের মা শাহিনা বেগম, স্ত্রী মুক্তা বেগম, বোন লাকী বেগম ও আঁখি বেগম বক্তব্য রাখেন। এসময় বক্তারা, দ্রুত আসামীদের ফাঁসির দাবী জানান।
প্রসঙ্গত, গত সোমবার (১৭ মে) গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে শরিফুল ইসলাম হেলালকে কুপিয়ে হত্যা করে জাহিদ তালুকদার ও তার লোকজন। এ ঘটনায় নিহতের ভাই খায়রুল ইসলাম শামীম বাদী হয়ে ২৭ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.