Nabadhara
ঢাকারবিবার , ২৩ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে অনাবৃষ্টি ও প্রচন্ড তাপদাহে চিংড়িঘের মাছ মরে যাচ্ছে

MEHADI HASAN
মে ২৩, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী: 

বাগেরহাটের চিতলমারীতে অনাবৃষ্টি ও প্রচন্ড- তাপদাহে চিংড়িঘেরে মাছ মরে যাচ্ছে। শত শত ঘেরের পানি শুকিয়ে যাওয়ায় চিংড়িসহ অন্যান্য মাছ মরে যাওয়ায় চরম হতাশায় চাষিরা। পাশাপাশি এলাকার অধিকাংশ খালে বাধ দেওয়ার কারণে পানি সল্পতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে চিংড়িচাষ হুমকির মুখে।

স্থানীয় চাষিদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস ধরে অনাবৃষ্টি ও প্রচন্ড দাবদাহে এলাকার অধিকাংশ ঘেরের পানি শুকিয়ে গেছে। পাশাপাশি তাপমাত্রা বেড়ে যাওয়া ঘেরের পানি অতিমাত্রায় গরম হয়ে মাছে মড়ক লেগেছে। এতে চিংড়িসহ রুই-কাতল ও অন্যান্য মাছ মারা যাচ্ছে। এমন বৈরি আবহাওয়া চলতে থাকলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন মাছ চাষিরা।

উপজেলার বড়বাড়িয়া চরপাড়া গ্রামের আলম শেখ জানান প্রচন্ড গরমে তার ঘেরের চিংড়ী ও সাদা মাছ সম্পুর্ণ মরে গেছে। শ্যামপাড়া গ্রামের বিভাষ মন্ডল, অসীম মন্ডল অনেক চাষি হতাশা প্রকাশ করে জানান, এমন বৈরি অবহাওয়া গত কয়েক বছরের মধ্যে দেখা যাইনি। এ বছর দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে অধিকাং চিংড়িঘের শুকিয়ে গেছে। প্রচ- তাপদাহে ঘেরের পানি গরম হয়ে ব্যাপাক হারে চিংড়িসহ অন্যান্য মাছ মারা যাচ্ছে। এতে চরম ক্ষতির সম্মুখিন হচ্ছেন তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান জানান, এলাকায় ৬ হাজার ৮শ’ ৯০ হেক্টর জমিতে চিংড়ি চাষ করা হয়েছে। এ বছর অনাবৃষ্টি ও তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে অনেক ঘেরে মাছ মারা যাচ্ছে। পাশাপাশি অনেক খালে বাধ থাকার কারণে পানি সল্পতা দেখা দিয়েছে। দ্রুত বৃষ্টি না হলে চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।