গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যা ঘটনায় সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৮ জনের নাম উল্লেখ এবং ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়েছে। ঘটনার ৫ দিন পর নিহতের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
টুঙ্গিপাড়া উপজেলায় আসামী হলেন যারা-
৫। নাজমা আক্তার, পিতা-মোশাররফ খলিফা, সাবেক সভানেত্রী যুব মহিলালীগ, পাটগাতী টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ। ৬। কাবুল খলিফা, পিতা-মোশাররফ খলিফা, পাটগাতী টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ ৮। আবুল বাশার খায়ের, সভাপতি, আওয়ামীলীগ টুঙ্গীপাড়া উপজেলা, পিতা-লাল মিয়া শেখ। ৯। মোঃ বাবুল শেখ (৫০), সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ টুঙ্গীপাড়া উপজেলা, পিতা-মৃত ইস্কান্দার আলী কিনা শেখ ২৪। সাইফুল শেখ, সভাপতি, টুঙ্গীপাড়া পৌর আওয়ামীলীগ, পিতা-আব্দুল হামিদ শেখ
২৮। শুকুর আলী শেখ (৫০), পিতা-মঞ্জুর আলী শেখ, চেয়ারম্যান পাটগাতী ইউপি। ২৯। শেখ মোজাম্মেল হক টুটুল, পিতা-মৃত ফরিদ আহমেদ, সাবেক মেয়র টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ
৭০। কাকা মিয়া (৪৮), পিতা-নুথু শেখ, গ্রাম-শ্রীরামকান্দি, থানা-টুঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জ।
৭২। আমিনুল শেখ (৪৫), পিতা- হেমায়েত শেখ, গ্রাম-শ্রীরামকান্দি, থানা-টুঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জ। ৭৩। রাকিব খলিফা (৪২), পিতা- দিলু খলিফা, সাং- পাটগাতি দক্ষিণ পাড়া, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ৭৪। শাওন খলিফা (৩০), পিতা- সেরাজ খলিফা, সাং- পাটগাতি দক্ষিণ পাড়া, থানা-টুঙ্গীপাড়া, জেলা- গোপালগঞ্জ।
৯৯। লিংকন মোল্লা (৩০), পিতা- মিলন মোল্লা, সাং- গিমাডাঙ্গা, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ১০০। রেজাউল বিশ্বাস (৪৫), পিতা- সাফি বিশ্বাস, সাং- গিমাডাঙ্গা, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ১০১। নুরুল কমিশনার (৪০), পিতা- আব্দুল হাই শেখ, সাং-গ্রাম- টুঙ্গিপাড়া, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ১০২। শেখ ওয়ালিদুর রহমান হীরা (৪৫), পিতা- শেখ আকরাম হোসেন, সাং- টুঙ্গিপাড়া, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ১০৩। শেখ কামরুজ্জামান টবা (৪৩), পিতা- শেখ আশরাফুল হক আমির মিয়া, সাং- টুঙ্গিপাড়া, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ১০৮। মোহাম্মদ মফিজুর রহমান (৩৩), পিতা- মৃত রোকন উদ্দিন, সাং- নিলফা, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘মামলা রেকর্ড হয়েছে। মামলা হওয়ার আগেই আমরা সন্দেহমূলকভাবে ১২ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি। এজাহারের মধ্যে এদের কারো নাম থাকলে তাকে এই মামলার আসামি হিসাবে গণ্য করা হবে।’