Nabadhara
ঢাকারবিবার , ২৩ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় আশ্রয়ন কেন্দ্র প্রস্তুুত করা হচ্ছে

MEHADI HASAN
মে ২৩, ২০২১ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

তৌহিদুল ইসলাম জিসান নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ

ঘুর্ণিঝড় ইয়াস মোকাবেলায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টা সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে.উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃইস্রাফিল হোসেনের সঞ্চলনায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অমুল্য রঞ্জন হালদার,আমীলীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান,ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেদাউস রুনা। এছাড়া উপস্থিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃজাকির হোসেন মিয়া,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃদেলোয়ার হোসেন,ইউপি চেয়ারম্যান মাস্টার ওয়ালিউল্লআহ. আক্তারুজ্জামান গাউস প্রমুখ। এসময় বক্তরা,আসন্ন ঘূর্ণিঝড় ইয়াস মোকাবলোয় আগাম প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় দূর্যোগের আগে দূর্যোগের সময় করণীয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  নবধারা কে বলেন, আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস উপকূলে ২৬ মে আঘাত হানতে পারে।এধরনের পূর্বাভাস দেখেই আমরা আগে থেকেই প্রস্তুতি সভা করেছি। এটি আমাদের আগাম প্রস্তুতি। তিনি আরো বলেন আমাদের উপজেলায় ২২ টি সাইক্লোন সেল্টার ১৮২ টি প্রাইমারী স্কুল রয়েছে। প্রতিটি ইউনিয়নে তাৎক্ষণিক আর্থিক সাহায্যে দেয়ার জন্য আড়াই লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে।এছাড়া গোখাদ্য ও শিশু খাদ্যের জন্য সরকারি বরাদ্দ রয়েছে।উপকূলীয় এলাকায় সর্তকর্বাতা জারী করার র্কাযক্রম চলছে।প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম গঠনের ও প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।