Nabadhara
ঢাকাসোমবার , ২৪ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

MEHADI HASAN
মে ২৪, ২০২১ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মোহাম্মদপাড়ায় এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। আজ ২৪ শে মে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ওই ব্যক্তির গলিত লাশ বাসার বাথরুম থেকে উদ্ধার করে । মালেকা একাডেমির পাশে একটি বাড়ীর দ্বিতীয়তলায় খাদিজা বেগম নামে এক নারী বাড়ী মুকসুদপুর পরিচয়ে গত ৩ মে ওই ফ্লাট ভাড়া করে মালপত্র রেখে চলে যায়।

বাড়ির মালিক শহিদুল ইসলাম জানান, ৩ মে বাড়িভাড়া নিলেও ২০ মে খাদিজা বেগম স্বামী পরিচয় সবুজ শেখ কে নিয়ে বাজার করে বাসায় ওঠেন। এরপর খাদিজা ও সবুজকে আর দেখা যায়নি। তারা তাদের বাড়ি মুকসুদপুর উপজেলায় বলে বাড়িওয়ালাকে জানিয়েছিলেন।

আজ এলাকায় উৎকট গন্ধ ছড়িয়ে পড়লে ঘটনা স্থল থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, লাশ পচে গলে গেছে। এটি আপাতত পরিকল্পিত হত্যা বলে ধারনা করা হচ্ছে। ওই বাসা থেকে কিছু অালামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। ধারনা করা হচ্ছে হত্যাকান্ডটি গত ২০ বা ২১ তারিখে সংগঠিত হয়েছে। খাদিজা বেগমের মুঠোফোন বন্ধ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।