নবধারা ডেস্ক
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক আজিজুল মুন্সী ওরফে সোনা মিয়া (৬০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৫ যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলীতে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘কয়েকজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক টেকেরহাটের দিকে যাচ্ছিল। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া টেকেরহাটগামী একটি যাত্রীবাহি লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকের চালক আজিজুল মুন্সিসহ ৬ জন আহত হয়।’
ওসি আরও বলেন, ‘হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মুন্সির মৃত্যু হয়। নিহত আজিজুল মুন্সি গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।’