শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর ইচাখালী গ্রামের ইমরান শেখের ৩ টি গরু ও ১ টি ছাগল বজ্রপাতে মৃত্যু হয়েছে।
আজ সোমবার রাত দেড় টার দিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সাথে বজ্রপাত হয় । এ সময় ইমরান শেখের গোয়াল ঘরের আস-পাশে বজ্রপাত পড়লে গরু এবং ছাগলটি মারা যায় ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, বজ্রপাতের কারণে এই দূর্ঘটনা ঘটেছে।
ইতনা ইউনিয়নের সাবেক মেম্বর পলাশ শেখ ও যুবলীগ নেতা শেখ শাহাদুল ইসলাম বলেন ইমরানের যে ক্ষতি হয়েছে তা অপুরনীয়। তার প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইমরানের দুই টি গাভীতে প্রতিদিন ৭/৮ কেজি দুধ হত সেই দুধ বিক্রি করে সংসার চালাতো। তার নিজস্ব কোন জমাজমি নেই সে গাভী পালন করতো। তাই সরকারের কাছে ইমরানের দাবি তাকে যেন এ সময় সাহায্যের ব্যবস্থা গ্রহন করেন।
নবধারা/বিএস