শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর ইচাখালী গ্রামের ইমরান শেখের ৩ টি গরু ও ১ টি ছাগল বজ্রপাতে মৃত্যু হয়েছে।
আজ সোমবার রাত দেড় টার দিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সাথে বজ্রপাত হয় । এ সময় ইমরান শেখের গোয়াল ঘরের আস-পাশে বজ্রপাত পড়লে গরু এবং ছাগলটি মারা যায় ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, বজ্রপাতের কারণে এই দূর্ঘটনা ঘটেছে।
ইতনা ইউনিয়নের সাবেক মেম্বর পলাশ শেখ ও যুবলীগ নেতা শেখ শাহাদুল ইসলাম বলেন ইমরানের যে ক্ষতি হয়েছে তা অপুরনীয়। তার প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইমরানের দুই টি গাভীতে প্রতিদিন ৭/৮ কেজি দুধ হত সেই দুধ বিক্রি করে সংসার চালাতো। তার নিজস্ব কোন জমাজমি নেই সে গাভী পালন করতো। তাই সরকারের কাছে ইমরানের দাবি তাকে যেন এ সময় সাহায্যের ব্যবস্থা গ্রহন করেন।
নবধারা/বিএস
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।