Nabadhara
ঢাকাসোমবার , ২৪ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় সি আই জি দলের মাঝে কৃষি উপকরণ বিতরণ

Bayzid Saad
মে ২৪, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের কালিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিনটি ম্যাচিং গ্রান্ট প্রাপ্ত সিআইজি দলের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ যন্ত্রপাতি বিতরণ করেছেন কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।

২৪মে (সোমবার) উপজেলার দেওয়াডাঙ্গা সিআইজি দলের মাঝে একটি পাওয়ার টিলার ও দুটি পাওয়ার থ্রেসার, বনগ্রাম সিআইজি দলে দুটি পাওয়ার টিলার একটি পাওয়ার থ্রেসার এবং বি-পাটনা সিআইজি দলের মাঝে একটি পাওয়ার টিলার, একট পাওয়ার থ্রেসার ও একটি রিপার বিতরন করা হয়।

এ সময় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ কবির উদ্দিন সহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস নবধারা কে বলেন, এগ্রিকালচার ইনোভেশন ফান্ড (এআইএফ-২) এর ম্যাচিং গ্রান্ট প্রাপ্ত সিআইজি তিনটি দলের মধ্যে ৭০% ভর্তুকির মাধ্যমে আজ ৪টি পাওয়ার টিলার, ৪টি পাওয়ার থ্রেসার ও ১টি রিপার বিতরণ করা হলো। আজ সর্বমোট ১১৩৭৫০০ টাকার ভর্তুকি দেওয়া হল।

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।