নবধারা ডেস্কঃ
নড়াইলে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাজা সহ ১ জনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মোঃ বাদশা শেখ পিতা মৃতঃ শুকুর শেখ সাং খড়রিয়া থানা কালিয়া জেলা নড়াইল কে আটক করে থানায় সোপর্দ করা হযেছে। আজ ২৫ মে সকাল সাড়ে ৭ টার দিকে লিশ লাইন্স মোড়ের কালীমন্দিরের গেট থেকে তাকে আটক করা হয়।
এ এস আই আব্দুর রহমান নবধারা কে বলেন,মাননীয় পুলিশ সুপার নড়াইল মহোদয়, অফিসার ইনচার্জ নড়াইল সদর থানা ও ওসি অপারেশন স্যারের দিকনির্দেশনায় আমি ও এএসআই (নিঃ) মেঃ আলমগীর হোসেন এবং কনস্টেবল মোঃ শরীফ সহ দক্ষিণ নড়াইল পুলিশ লাইন্স মোড়ের শ্রী শ্রী সর্বমঙ্গলা কালীমন্দির এর গেটের সামনে থেকে ৫০০ গ্রাম গাজা সহ উক্ত আসামীকে হাতেনাতে গ্রেফতার করি।