শফিকুল ইসলাম সাফা,চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময় প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়িকে ১০দিনের ও ১ মাদক কারবারীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: লিটন আলীর আদালতে উপজেলার ঘোলা গ্রামের জাহির (৩৫) ফারুক (৪৮) ফোরকান (৫২) রাজিব মোল্লা (৩৫) ও হিজলা কাজী পাড়ার আবুবক্কর কাজী ( ২৩) কে এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্তদের বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: লিটন আলী জানান,সোমবার জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়ি ও এক মাদক কারবারীকে আটক করে ভ্রাম্যমাণ আদলতে চলাকলিন সময় আদালতে হাজির করেন পুলিশ। এ সময় আদালত ৪ জুয়াড়ির প্রত্যেককে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ (৪) মোতাবেক ১০দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ এবং অপর আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এক মাসের বিনাশ্রম কারা দন্ডাদেশ প্রদান করেন।