প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ
সাবেক মন্ত্রী সাবের হোসেনের ৫ দিনের রিমান্ড

মকবুল নামের এক বিএনপিকর্মী নিহতের মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে সাবের হোসেনকে আদালতে হাজির করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির একদফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারাদেশের নেতাকর্মীরা যখন জড়ো হতে থাকেন তখন আসামিরা বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেন। ২০২২ সালের ৭ ডিসেম্বর অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জন আসামি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন।
আসামিরা অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে গুরুত্বপূর্ণ কাগজপত্র ধ্বংস করেন,নগদ অর্থ, কম্পিউটার, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪৭ লাখ টাকা এবং বোমা, ককটেলসহ অবৈধ লাঠিসোঠা উদ্ধারের নামে এক নাটক মঞ্চস্থ করে জনমনে ভীতির সঞ্চার করে বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশ বানচাল করতে সব রকমের আয়োজন সম্পন্ন করে। এ সময় আসামিরা বিএনপির কার্যালয়ের আশেপাশে থাকা হাজার হাজার নেতাকর্মীদের ওপর নির্বিচারে লাঠিপেটা, ককটেল হামলা, টিয়ারসেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এতে বাদীসহ কয়েকশ নেতাকর্মী আহত হয় ও গুরুতর জখম হয়। এ সময় মকবুল নামের এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাহফুজুর রহমান নামের একজন গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি ছিলেন সাবের হোসেন চৌধুরী।
এর আগে, রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.