প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ
রামপালে সহকারী শিক্ষক সমিতির ১০ম গ্রেড বাস্তবায়নে আলোচনা সভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির রামপাল শাখার উদ্যোগে ১০ম গ্রেড বাস্তবায়ন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ভাগা বাজার সুন্দরবন মৎস্য পরিবহন সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির রামপাল শাখার সহসভাপতি মনিরুল ইসলামের সঞ্চালনায় ও রামপাল উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. ইজাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, রামপাল উপজেলা সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি শেখ নূর নবী টুকু, আলী আজগর, সাধারণ সম্পাদক হাওলাদার মানওয়ার হুসাইন, সহ সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপংকর কুমার পাল, দীনতা, নাসরিন সুলতানা, ইমরান প্রমূখ।
সভায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রাপ্তির বাস্তবায়নের দাবীতে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তবর্তীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.