শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
চিতলমারীতে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্টে চিতলমারী সদর বাজারের ব্যাবসায়ী আলী হোসেনের স্ত্রী মিনারা বেগম রেখা (৫৫) করোনা আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার বিকালে ওই বাড়িটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিটন আলী লকডাউন ঘোষনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান, থানার পরিদর্শক (তদন্ত) মো: ইকরাম হোসেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান জানান, বর্তমান মিনারা বেগমের শরীরে জ্বর রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িটি লগ ডাউন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।