Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জেলায় প্রথমবারের মতো গ্রাম পুলিশকে বিদায়ী সংবর্ধনা টুঙ্গিপাড়া ইউএনও’র

Bayzid Saad
মে ২৫, ২০২১ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ

গোপালগঞ্জ জেলায় প্রথমবারের মতো হোসেন আলী নামের এক গ্রাম পুলিশকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গ্রামপুলিশ হোসেন আলী কে সংবর্ধনা প্রদান করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্যা, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা, গোপালপুর ইউপি চেয়ারম্যান সুশান্ত সেন, ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান কবির আলম তালুকদার সহ উপজেলার ৫ ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধিত গ্রাম পুলিশ হোসেন আলী ১৯৮৮ সালে উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে যোগদান করেন। ২০২১ সালের ২৫ মে তিনি অবসর গ্রহণ করেন।

বর্নি ইউনিয়নের ইসলাম শেখ জানান, গোপালগঞ্জে এই প্রথম কোন গ্রাম পুলিশকে বিদায় সংবর্ধনা দিয়েছেন ইউএনও। চুরি ছিনতাই সহ বিভিন্ন কাজে গ্রাম পুলিশের ভূমিকা ব্যাপক। আমাদের ইউএনও স্যারের উদ্যোগে গ্রাম পুলিশকে বিদায়ী সংবর্ধনা দেয়ার আমরা খুবই খুশি।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম নবধারা কে বলেন, পাটগাতী ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জেনেছি তার কর্মজীবনে তিনি নিরলসভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গিয়েছেন। নিয়োগকারী কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে একজন সহকর্মী কে বিদায়ী সংবর্ধনা দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গ্রাম পুলিশ হোসেন আলীকে বিদায়ী সংবর্ধনা ও তার ৩৩ বছরের কর্মজীবনের জন্য তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।