Nabadhara
ঢাকাসোমবার , ১৪ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ঋণ পরিশোধের পরেও চেক ও স্টাম্প মামলা ও জমি লিখে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি 
অক্টোবর ১৪, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে দারিদ্র বিমোচন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে লোন প্রদানের পর প্রতারণার মাধ্যমে হয়রানীমূলক মামলা এবং কৌশলে জমি দলিল করে নেওয়ার প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সমিতির সদস্যরা।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাতে হাত ধরে ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধনে ভূক্তিভোগী সদস্যরা জানান, ঋণ গ্রহণের সময় সমিতির পক্ষে ফাঁকা স্ট্যাম্প ও চেক জমা রাখতেন মুকসুদপুর উপজেলার আনোয়ার ফকির ও তার ভাই দেলোয়ার। ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পরেও ওই ফাঁকা চেক দিয়ে মামলা এবং স্ট্যাম্পে জায়গা জমির পাওয়ার নামা নিয়ে অন্যের কাছে বিক্রি করে দেন আনোয়ার ও তার ভাই। এমন হয়রানীর শিকার হয়েছেন মুকসুদপুরের শতাধিক গ্রাহক।

বিষয়টি নিয়ে এর আগে উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন ভূক্তভোগী সদস্যরা। পরে পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।