Nabadhara
ঢাকাবুধবার , ২৬ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে চিত্রা নদীর বেড়িবাঁধ ভেঙে চিংড়ি ঘেরসহ প্লাবিত নিচু এলাকা

Bayzid Saad
মে ২৬, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চিত্রা নদীর পাশ দিয়ে নির্মীত রিং বেড়িবাধ ভেঙ্গে খড়িয়া, আড়–লিয়া, ডুমুরিয়া ও রায়া গ্রামসহ নিচু এলাকার প্রায় শতাধিক ঘর- বাড়ি পানিতে প্লাবিত হয়েছে। বেশ কিছু চিংড়িঘের তলিয়ে গেছে। সাধারণ লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

সরেজমিনে ঘুরে জানা গেছে, এখানকার চিত্রা নদীর পাশ দিয়ে গ্রাম রক্ষার জন্য বেড়ি বাধ নির্মাণ করা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হঠাৎ চিত্রা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে গতকাল বুধবার সকালে পানির তোড়ে বাধটির বেশ কিছু অংশ ভেঙে যায়। এতে আশপাশের এলাকাসহ ঘর বাড়িতে পানি ঢুকে পড়ে।

খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও মোঃ লিটন আলীসহ পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বেড়িবাধ এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিক বাধটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেন।

উপজেলার আড়–লিয়া গ্রামের বাসিন্দা সুজন রায় সুনিল রায়সহ অনেকে জানান, চিত্রা নদীর পাড়ের বাঁধটি হঠাৎ করে সকালে কিছু অংশ ভেঙে যায়। মুহূর্তে তাদের গ্রামসহ আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়েছে। আড়–লিয়া প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় পানিতে তলিয়ে গেছে।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর সাথে ফোনে কথা হলে তিনি নবধারা কে জানান, ঘূর্ণি ঝড় ইয়াস মোকাবেলার জন্য সর্বাত্ত্বক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। সকলকে নিরাপদে থাকার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।