শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মদ্যপানে ইমরান শেখ (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের নজরুল শেখের ছেলে। তিনি দৌলতদিয়া যৌনপল্লীর জাহাঙ্গীরের বাড়ীর ভাড়াটিয়া কমলাকে বিয়ে করে পল্লীতেই একত্রে বসবাস করছিলেন।
বৃহস্পতিবার (৩১ শে অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বর্তমানে যৌনপল্লীতে সব ধরনের মাদক বিক্রি হচ্ছে ওপেনে। এই মাদক সেবন করে অনেক ছেলে ও যৌনপল্লীর মেয়েরা মারা গিয়েছে। পল্লীতে মাদকাসক্তের হার দিনদিন বেড়েই চলেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পতিতাপল্লী এলাকায় অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হলে রেল স্টেশন টার্মিনাল এলাকা হইতে অজ্ঞাতনামা রিক্সাচালক বুধবার রাত সারে ১১ টার দিকে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে তার মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.