শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ‘ স্লোগানের মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য যুব রেলী,আলোচনা সভা,শপথ পাঠ ও যুব ঋন বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রুহুল আমিন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাফিজুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলোড়ন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা নাজমুল ইসলাম ফারাবি, ছাত্র-ছাত্রীদের সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস অন্তরা, আত্মকর্মী সাখাওয়াত হোসেন সবুজ প্রমূখ।
আলোচনা সভা শেষে ৬ জন প্রশিক্ষিত যুবককে ৫ লক্ষ ৬০ হাজার টাকা এবং ৩০ জন প্রশিক্ষনার্থীকে ৬০০ টাকা করে যাতায়াত ভাতা প্রদান করা হয়।