শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা জেলা জজ আদালতের অতিরিক্ত জিপি এডভোকেট সফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যার পর গোয়ালন্দ কুমড়াকান্দি এলাকায় পৌর বিএনপি’র সভাপতি কাশেম মন্ডলের বাড়ির আঙিনায় এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি আবুল কাসেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সরদার, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ,পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর ইসলাম সজীব, কৃষক দল নেতা মোঃ আলী আকবর সরদার, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রকি, খবিরুজ্জামান খবির প্রমুখ।
রাতে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় যুবদলের নেতাদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক ভিপি খায়রুল আনাম বকুল, গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহাম্মদ সহ শতাধিক নেতাকর্মী। এ্যাডঃ শফিকুল ইসলাম সংবর্ধনার জবাবে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শফিকুল গোয়ালন্দ গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি। সম্প্রতি আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে অ্যাডভোকেট শফিকুল ইসলামকে অতিরিক্ত জিপি পদে নিয়োগ প্রদান করে।