এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের তিনটি উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নড়াইল জেলার তিনটি উপজেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট পরোয়ানা ভুক্ত ১৫ জন। এর মধ্যে রয়েছে নড়াইল সদর থানায় ২ জন, লোহাগড়া থানায় ২ জন, নড়াগাতি থানায় ১১ জন। এছাড়া নিয়মিত মামলায় নড়াইল সদর থানায় ৬ জন, নাশকতা মামলায় লোহাগড়া ও নড়াগাতি থানায় ১ জন করে এবং প্রতারণা মামলায় নড়াইল সদর থানায় ২ জনসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়।
নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান,গ্রেফতারকৃত ২৫জন কে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।