সাইফুল ইসলাম, জাবি প্রতিনিধি
কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের মাঝে প্রায় দেড় হাজার পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেল ১ টা ৪৫ নাগাদ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেশবরেণ্য কয়েকজন ইসলামি ব্যক্তিত্ব কুরআন-সুন্নাহর আলোকে বক্তব্য রাখেন। ব্যক্তিজীবন গঠনে কুরআনের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক শায়খ মোখতার আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানুষের নৈতিকতা তৈরিতে ব্যক্তির নিজস্ব দায়বদ্ধতা রয়েছে এবং তা চেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব। আল্লাহ মানুষকে তিনটি দায়িত্ব দিয়েছেন-জমিনের মধ্যে নেতৃত্ব দেওয়া, সভ্যতা প্রতিষ্ঠা করা এবং আল্লাহর ইবাদত করা। এ দায়িত্ব পালনের জন্য প্রথম কাজ হলো নিজেকে গঠন করা। আর নিজেকে গঠন করার একমাত্র উপায় হলো অধ্যয়ন। এছাড়াও তিনি আর ও বলেন,আসমান এবং জমিনের আলো হলো মহান আল্লাহ।প্রত্যেক আদম সন্তান নূর নিয়ে জন্মগ্রহন করেন পরবর্তীতে তারা তাদের মা বাবার মাধ্যমে অন্য ধর্মে যায়।বিধর্মীদের শিশু সন্তান যারা মারা যাবে তারা জান্নাতে যাবে।আমাদের এই রুহ বা নূর কে বাচিয়ে রাখতে কুরআনের আলোয় আসতে হবে। মানুষ কে আল্লাহ তায়ালা অপার সম্ভাবনা দিয়ে সৃষ্টি করপছে।সম্ভবনা ছাড়া কাউকে কোনো দায়িত্ব দেন না। আল্লাহ তাকদির দিয়ে মানুষ কে সৃষ্টি করেছেন।মানুষ যা করতে চাই তাই করার ক্ষমতা মানুষ কে দিয়েছেন। এটাই মানুষের স্রেষ্টত্ব। আল্লাহ মানুষ কে নির্দিষ্ট উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন।প্রতিটি কাজের পিছনে তাই মানুষের উদ্দেশ্য থাকা উচিত। উদ্দেশ্য ছাড়া মানুষের জীবন মরিচিকার মতো। উদ্দেশ্য বিহীন জীবনযাপন অন্ধকারের মতো।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাবের এ ধরনের আয়োজন আমাদের ইহজাগতিক ও পরজাগতিক কল্যাণ বয়ে আনবে। তিনি আরও বলেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবনবিধান। আর এ জীবনবিধান পরিপূর্ণভাবে ধারণ করতে হলে কুরআনের বিকল্প নেই। শিক্ষার্থীদের এ আয়োজনকে সাধুবাদ জানাই।
আয়োজক মো. মুহিবুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মাঝে ইসলামি জ্ঞানের চর্চা ও সুস্থ সাংস্কৃতিক ছড়িয়ে দিতে আমরা এ উদ্যোগ নিয়েছি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ড. মুনির উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেছেন জনপ্রিয় নাশিদ শিল্পী আবু উবায়দা এবং শিশুশিল্পী ইশরাক সুহায়েল।