মোঃ সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাটে রবি/২০২৪-২০২৫ অর্থবছরে ২০২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখি, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মসুর, খেসারি ফেলন ও অড়হড় ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে এসময় বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, কাজি আজহার আলি কলেজের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি অধ্যাপক এমডি মোবাশ্বের হোসেন, ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহান। এসময় বিভিন্ন কর্মকর্তা কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানান, উপজেলার ৮ইউনিয়নে মোট ১২৩০জন কৃষককে এই প্রণোদনা দেয়া হয়েছে। এরমধ্যে গম ৪০জন, সরিষা ২০০জন, সূর্যমূখি ৩০০জন, খেসারি ৭০জন, শীতকালীন পেয়াজ ২০জন, বসতবাড়িতে সবজি ২০০জন, মাঠে চাষযোগ্য সবজি বীজ পেয়েছেন ৪০০জন কৃষক।