Nabadhara
ঢাকাসোমবার , ৩১ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় দরিদ্র কৃষককে বসবাসের ঘর নির্মাণ করে দিলেন সমাজসেবক বিমল সিকদার

Bayzid Saad
মে ৩১, ২০২১ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভুতেরবাড়ি গ্রামের দরিদ্র কৃষক সুকদেব বালাকে বসসবাসের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন সমাজসেবক বিমল সিকদার।

গতকাল রবিবার সমাজসেবক বিমল সিকদার তার লোকজন নিয়ে সুকদেব বালার বাড়িতে গিয়ে বসবাসের ঘর নির্মাণ করে দেন। এ সময় যুবলীগ নেতা সুমন বিশ্বাস, ছাত্রলীগ নেতা দেবাংশু মল্লিক, লিমন হালদার, মানিক চক্রবর্তীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষক সুকদেব বালা বলেন, আমার একটা জরাজীর্ণ বসবাসের ঘর ছিল। ওই ঘরে আমি, আমার স্ত্রী ও আমার এক প্রতিবন্ধী সন্তান নিয়ে বসবাস করতাম। একটু ঝড় বৃষ্টি হলেই ঘরের ভিতর পানি জমে যেত। আমরা সকলে ভিজে যেতাম। ভেজা অবস্থায়ই সারারাত পরিবার নিয়ে কাটাতে হতো। সমাজসেবক বিমল সিকদার খবর পেয়ে আমাকে একটা বসবাসের ঘর নির্মাণ করে দিয়েছেন। এখন আমি পরিবার পরিজন নিয়ে ভালো ভাবে বসবাস করতে পারবো। আমি সমাজসেবক বিমল সিদকারকে ধন্যবাদ জানাই। সৃষ্টিকর্তা যেন তার মঙ্গল করেন।

বিমল সিকদার নবধারা কে বলেন, আমার পাশ্ববর্তী গ্রামে এক দরিদ্র কৃষক তার স্ত্রী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে জনজীর্ণ ঘরে বসবাস করে আসছে। আমি এমন খবর পেয়ে ওই দরিদ্র কৃষকের বাড়িতে যাই। যেয়ে দেখি সত্যিই তারা জরাজীর্ণ ঘরে বসবাস করে। ঝড়, বৃষ্টি হলেই ঘরের ভিতর পানি জমে যায়। আমি আমার লোকজন নিয়ে গত রবিবার দরিদ্র কৃষক সুকদেব বালাকে একটা বসবাসের ঘর নির্মাণ করে দিয়েছি। এখন দরিদ্র কৃষক সুকদেব বালা তার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বসবাস করতে পারবে। আমি চাইবো সমাজের সকল বিত্তশালীরা যেন এ ভাবে মানবতার সেবায় এগিয়ে আসে।

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।