গোপালগঞ্জ প্রতিনিধি
ঢাকা বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী গত মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।
উপজেলার হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামসুল আরেফিন, কাশিয়ানি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত,সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো: কামরুজ্জামান প্রমুখ। এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানির ওড়াকান্দিতে শ্রীশ্রী হরিচাঁদগুরুচাঁদ ঠাকুরবাড়ি, কাশিয়ানি উপজেলা পরিষদ কার্যালয়, কাশিয়ানি উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন।
তিনি কাশিয়ানি উপজেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও কাশিয়ানি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত তাকে ফুলের তোড়া উপহার দিয়ে বরন করে নেন। পরে বিভাগীয় কমিশনার কাশিয়ানি উপজেলা চত্বরে একটি সোনালু বৃক্ষ চারা রোপণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.