Nabadhara
ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ ইমাম কমিটির সভাপতি জালাল, সম্পাদক আবুল হুসাইন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সাধারণ সভা, কমিটি গঠন ও শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে উপজেলা ইমাম কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন উপজেলা ইমাম কমিটির সভাপতি ও গোয়ালন্দ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন।

 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ইমাম কমিটির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মাহবুবুর রহমান।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ইমাম কমিটির বিশেষ নির্বাচন কমিশনার মাওলানা লুৎফর রহমান, গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি মুফতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মাওলানা জালাল উদ্দিন ও মুফতি আবুল হুসাইন।

 

এছাড়া সহ-সভাপতি পদে মুফতি শামসুল হুদা, মাওলানা তারিক বিল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মাওলানা আঃ হাকিম, মাওলানা শামসুল হক, মুফতি মুঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে হাফেজ আবু সাইদ, কোষাধ‍্যক্ষ পদে মাওলানা রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে হাফেজ আঃ মালেক, প্রচার সম্পাদক পদে ক্বারী আবু বকর, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাওলানা জহিরুল ইসলাম, সমাজ কল‍্যাণ সম্পাদক পদে মাওলানা খলিলুর রহমান, সদস্য পদে মুফতি আজম আহমাদ, মুফতি মনিরুজ্জামান, মাওলানা আজাদুর রহমান, হাফেজ শরিফুল ইসলাম, মুফতি রুহুল আমিন, মুফতি আঃ আজিজ, মাওলানা মিরাজুল ইসলাম ও হাফেজ মো. সেলিম নির্বাচিত হন।

 

সভাশেষে জেলা ইমাম কমিটির প্রধান নির্বাচন কমিশনার নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শপথ বাক‍্য পাঠ করান।

তাংঃ ২৩/১১/২০২৪ইং

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।