শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে এক নারীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষির নাম মোছাঃ বিউটি বেগম (৪৪)। তিনি স্থানীয় সিরাজুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় তিনি বুধবার (২৭ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি একই গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে জহিরুল ইসলামকে (৪৩) অভিযুক্ত করেছেন। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত মাছচাষি বিউটি বেগম বলেন, প্রতিবেশী জহিরুলের সাথে তার পূর্ব থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসতেছে। গত ২৪ নভেম্বর তার সাথে আমার তর্ক বিতর্ক ও কথা কাটাকাটি হয়। তখন সে আমাকে হুমকি দিয়ে বলে যে, এবার তোর পুকুরের মাছ খাওয়ার সাধ মিটাইয়া দেব। এরপর ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে আমার পুকুরে অনেক মাছ মরে ভেসে থাকতে দেখি। তখন আমি বুঝতে পারি জহিরুল রাতে আমার পুকুরে কীটনাশক (বিষ) প্রয়োগ করে মেরে ফেলেছে । এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগের বিষয়ে জহিরুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি এলাকায় থাকিনা। বিউটি বেগম আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এ বিষয়ে আমি কিছুই জানিনা।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.