বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
“প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ জুন) সকালে উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আজিজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াসুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, শিক্ষা অফিসার কল্পনা ঘোষ, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিলন মোল্লা, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ শত শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত দুধ ও টি-শার্ট বিতরণ করা হয়।
নবধারা/বিএস