Nabadhara
ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মুফতি আমির হামজার বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিশাল ওয়াজ ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। গোয়ালন্দ কলেজপাড়া ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম কমিটির সভাপতি ও গোয়ালন্দ পৌরসভা জামায়াতের আমীর মওলানা জালাল উদ্দীন প্রামানিক।

 

মাহফিলে আমির হামজা বলেন, দেশে ইসলামি শাষন প্রতিষ্ঠার জন্য সকল আলেম-ওলামা ও যুব সমাজকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দিনের খেদমতে আমাদের মেহনত করতে হবে। তিনি বলেন, দুনিয়াতে আমরা যেমন মানুষের সাথে উঠাবসা করব, কেয়ামতের দিন আমাদের তেমন মানুষের সাথেই হাশর-নাশর হবে। এ সময় তিনি রাজবাড়ী -১ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রী, কাজী কেরামত আলী এবং তার ছোটভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ইঙ্গিত করে বলেন, আপনার ওঠাবসা যদি বড়ভাই-মেজো ভাইয়ের সাথে থাকে তাহলে কিয়ামতের দিন তাদের সাথেই আপনার হাশর-নাশর হবে।

 

বয়ানে তিনি দেশে কোরআনের শাষন প্রতিষ্ঠা ,নারীদের পর্দা, স্বামীর খেদমত, সুদ, ঘুষ, দূর্নিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মাহফিলে আরো বক্তব্য রাখেন মওলানা হুসাইন আহম্মদ মাহফুজ-চুয়াডাংগা, গোয়ালন্দ সরকারী কলেজ মসজিদের খতিব মাওলানা জহুরুল ইসলাম প্রমূখ। মাহফিলে কয়েক হাজার নারী -পুরুষ ও তৌহিদী জনতা অংশগ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।