Nabadhara
ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে খুবিতে বিক্ষোভ

তানিয়া তাবাসসুম, খুবি প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে মধ্যরাতে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) তে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কাতারে কাতারে শিক্ষার্থীরা বের হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাদী চত্বরে এসে জড়ো হয়।

এসময় শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ইসকন তুই জঙ্গি সৈরাচারের সঙ্গি’, ‘যদি চাও মুক্তি ছাড়ো ভারত ভক্তি’, ‘ইসকনের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’ ইত্যাদি স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিলে এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। বাংলাদেশের ছাত্র সমাজ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

আরেক শিক্ষার্থী বলেন, বাংলাদেশ দূতাবাসে হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না।ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে তাকে হাসিনার বন্ধুত্ব ত্যাগ করতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আমাদের এম্বাসিতে হামলার মাধ্যমে আমাদের সম্পর্ক ধ্বংস করেছে। আমাদের পতাকা পদদলিত করেছে। এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।