শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সাথে চিতলমারী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় চিতলমারী সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেণ। একই সাথে তিনি উপজেলার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, কালিদাস বড়াল ডিগ্রি কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়, সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা খানম, শেরে বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার খান, প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।