Nabadhara
ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় বিএনপির বিশাল সম্প্রীতি সমাবেশ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি 

সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সু-দৃঢ় করতে বাগেরহাটের মোংলায় বিশাল সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি।

 

শুক্রবার সকালে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বিগরাজ বাজার কেন্দ্রীয় মন্দির মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

সম্প্রীতি সমাবেশে বিএনপি নেতা বলেন, আমরা হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ সবাই বাংলাদেশী। দেশে মেজরিটি-মাইনরিটি বলে কোন কথা নেই। বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। বিএনপি কোন সাম্প্রদায়িক দল নয়, বিএনপি সকল ধর্ম বর্ণ ও শ্রেনী পেশার মানুষদের সাথে নিয়েই রাজনীতি করে। সারা দেশের ন্যায় মোংলা-রামপালের প্রত্যেক মানুষ যাতে স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে শহীদ জিয়ার সেই আদর্শ অনুসরন করে বিএনপি। বিএনপি নেতাকর্মীরা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের নির্দেশনার রাজনীতি করে। বিএনপির কর্মীরা যেন অন্য কোন দলের এজেন্ট হয়ে কাজ না করে সেদিকে কড়া নজর রাখতে হবে স্থানীয় নেতাদের। কেউ কোন বিশৃঙ্খলা করলে তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে।

সম্প্রীতি সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আ. মান্নান হাওলাদার, আবু হোসেন পনি, বাবুল হোসেন রনি, খোরশেদ আলম, আ. রাজ্জাক, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির, বাবলু ভুঁইয়া, যুবদল নেতা সফরুল হায়দার সুজন ও আবুল কাশেম।

সম্প্রীতি সমাবেশে হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।