শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
চিতলমারীতে বাগেরহাট জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তি যোদ্ধা এ্যাডঃ রেজাউল করিমের স্মরণ সভায় বক্তারা বলেন, “কমরেড রেজাউল করিম ছিলেন শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আমৃত্যু প্রতিবাদী কন্ঠস্বর। সমাজতান্ত্রিক আন্দোলনের লড়াকু যোদ্ধা। সমাজতন্ত্র ও সাম্যবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে ছিলেন তিনি অবিচল।”
বক্তারা আরো বলেন, “তার সততা নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে বাগেরহাট জেলা সংগঠন কে সুসংগঠিত করে রেখেছেন। তার সততা ও দলের প্রতি ভালবাসার প্রতি শ্রদ্ধা রেখে কমিউনিস্ট পার্টিকে আরো সু- সংগঠিত করলে তার প্রতি ভালবাসা ও শ্রদ্ধা প্রকাশ পাবে।”
আজ রবিবার সন্ধায় উপজেলা পরিষদ অডিটরিয়মে চিতলমারী উপজেলা কমিনিউস্ট পার্টির আয়োজনে কমরেড রেজাউল করিমের স্মরণ সভায় উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সুনিল মন্ডলের সভাপতিত্বে কৃষক সমিতির কেন্দ্রয় নেতা ফারুক হাসান জুয়েলের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কন্টোল কমিশনার কমরেড কাজী সোহরাব হোসেন, ক্ষেত মুজুর সমিতির কেন্দ্রয় কমিটির সহ- সভাপতি মৃম্ময় মন্ডল, চিতলমারী উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযুষ কান্তি রায়, যুগ্ম- সম্পাদক অবনী মোহন বসু, কৃষক সমিতির কেন্দ্রয় কমিটির সদস্য শরিফুজ্জামান ,কৃষক সমিতির কেন্দ্রয় কমিটির সদস্য খান সেকেন্দার আলী, (আবঃ) অধ্যক্ষ মহাসিন আলী রেজা, কমরেড পংকজ রায়,উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক এস,এম সোহেল প্রমূখ।