Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে করোনা রোগীর বাড়ি লকডাউন; নমুনা নিতে বাঁধা দেওয়ায় জরিমানা

Bayzid Saad
জুন ৩, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

চিতলমারীতে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে আবারোও করোনা রোগী শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্টে চিতলমারী বড়বাড়িয়া মৈজোড়া গ্রামের ব্যাবসায়ী মাহামুদুল হাসান শিবলী ফকির (৪৫) করোনা আক্রান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন থেকে ওই বাড়িটিসহ তিনটি ঘর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা লকডাউন ঘোষনা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ জিয়াউল আদনান রুমেল, থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইকরাম হোসেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জিয়াউল আদনান জানান, বর্তমান শিবলীর শরিরে নিউমনিয়া ,জ্বরসহ বিভিন্ন উপসর্গ রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।

এছাড়া দুপুর ১টায় হাসপাতাল থেকে ওই বাড়ির সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে আসলে তাদের সাথে অসৌজন্যমুলক আচরন ও সরকারী কাজে বাধা দানের অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে এক হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।